শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নারায়ণগঞ্জে শেখ হাসিনার জনসভায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১:০০ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল ৩টার দিকে শহরের ইসদাইরে অবস্থিত এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ প্রায় ১৫ বছর পর শেখ হাসিনার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। জনসভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন। নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জনসভাকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ইউনিটের নেতা-কর্মীরা কেউবা বাস, কেউ পিকআপভ্যানসহ বিভিন্ন যানবাহনে জনসভাস্থলে ছুটে আসছেন।

এর আগে ২০১১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত