শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১:০১ PM
চলছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এর অংশ হিসেবে করতালি আর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হচ্ছেন সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এ সমাবেশেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড।  

সমাবেশে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল থেকেই নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতারা। পরে ঢাবির কার্জন হলে কেক কাটেন।

সমাবেশের পর বর্ণাঢ্য র‍্যালি করবেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত