আগামী ৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নন্দীগ্রামের নির্বাচনী মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ওসি আজমগীর হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এই প্রতিনিধিকে বলেন, বর্তমানে নন্দীগ্রাম থানা সদরসহ পাঁচটি ইউনিয়নে নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে। মাঠে রয়েছে ২প্লাটুন বিজেপি, ২প্লাটুন সেনাবাহিনী, ২প্লাটুন এপিবিএন, ১প্লাটুন পুলিশ সহ রয়েছে আনসার বাহিনীরাও।
এছাড়াও রয়েছে গোয়েন্দা নজরদারি,ডিএসবি,ডিজিএফআই ওবিশেষ গোয়েন্দা টিম, তারা সবসময় সরদসহ উপজেলার সকল রাস্তা ঘাটে টহল শুরু করেছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪ ঘন্টায় সকল সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে কোন সংবাদ পাওয়া মাত্রই ছুটে যাবে ওই সকল বাহিনী। ৭ জানুয়ারি ভোটের দিনে থাকবে ১জন বিচারিক ম্যাজিস্ট্রেট, ৩জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, আরো থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম।
সব মিলিয়ে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন কোথাও না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আজমগীর হোসেন।