সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নারায়ণগঞ্জে বিএনপির মিছিল থেকে ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৯:০৬ PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচন বর্জনের দাবিতে হরতাল সমর্থনে ট্রাকে আগুন দিয়ে মশাল মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে মিছিল করেন তারা।

স্থানীয়রা জানান, নির্বাচন বর্জনের দাবিতে হরতাল সমর্থনে পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেন অর্ধশত বিএনপির নেতাকর্মী। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে জড়ো হন। এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে স্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যান। পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে একটি ছোট ট্রাকে মশালের আগুন দিয়ে ছত্রভঙ্গ হয়ে যান তারা। পরে খবর পেয়ে ফতুল্লার শাঁসনগাও এলাকায় অবস্থিত বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনসম্পৃতা তৈরির লক্ষ্যে হরতাল সমর্থনে যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। আমাদের এ আন্দোলন জেলার প্রতিটি এলাকায় চলবে।

ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত