মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে এডিসির গাড়িতে হামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৪:০৯ PM
খাগড়াছড়ির দীঘিনালায় এডিসির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. জুনায়েদ কবির সোহাগ গাড়িতে ছিলেন।

হামলায় তিনি অক্ষত থাকলেও বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। 

পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এডিসিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে দীঘিনালা উপজেলায় যাচ্ছিলেন এডিসি জুনায়েদ কবির সোহাগ। এ সময় তাকে বহনকারী গাড়ি জামতলী এলাকার সুপারি বাগান এলাকায় পৌঁছালে পাহাড়ের উপর থেকে ঢিল ও পাটকেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তিনি অক্ষত থাকলেও তাকে বহনকারী গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত