দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনাগাজী উপজেলা ৭২ টি ভোট কেন্দ্রে শনিবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত ব্যালট পেপার ব্যাতিত ভোট গ্রহনের জন্য সকল সরঞ্জাম পৌছে গেছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলায় ১ টি পৌর সভা ও ৯ টি ইউনিয়ন মিলিয়ে মোট ৭২ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ২ লক্ষ ৩৯ হাজার ৯৬৯ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ৩৮১ জন এবং নারী ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৫৮৮জন। কক্ষের সংখ্যা ৪৮৪টি। এর মধ্যে পুরুষ ভোট কক্ষ ২২১টি ও মহিলা ভোট কক্ষ ২৬৩ টি। এছাড়া ৪ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনের সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান বলেন, আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।