গাজীপুর ২ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন বলেন, আমাকে জড়িয়ে একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে আমি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেছি এবং এখনো নির্বাচনী আনুষাঙ্গিক কাজ করছি । সকল কেন্দ্রে এজেন্ট নিয়োগ করেছি। নির্বাচনের ঠিক একদিন আগে কে বা কারা কি উদ্দেশ্যে এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করেছে তা আমার জানা নেই। আমার দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
শনিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির গাজীপুর ২ আসনের মিডিয়া সমন্নয়ক এস এম আলাউদ্দিন উপস্থিত ছিলেন।