মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
অভিযোগের পর রেজিস্ট্রি বন্ধ করলেন সাব-রেজিস্ট্রার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৪:৪৬ PM আপডেট: ২৮.০৮.২০২৪ ৫:৩৩ PM
নাটোরের বাগাতিপাড়ায় বন্টন ছাড়াই জমি বিক্রি চেষ্টার অভিযোগে আবু তালেব নামের এক যুবকের জমির রেজিস্ট্রি স্থগিত করেছেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাঈম উদ্দিন। 

অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২৮ আগস্ট) সকালে এ আদেশ দেন তিনি। অভিযুক্ত আবু তালেব উপজেলার চকগোয়াশ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। 

জানা গেছে, বন্টন ছাড়াই জমি বিক্রির চেষ্টা করায় গত ২৭ আগস্ট রেজিস্ট্রিতে আপত্তি জানিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর আবেদন করেন ভুক্তভোগী আশরাফুল আলম। তিনি একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. নাঈম উদ্দিন বলেন, ‘অভিযোগকারী এবং অভিযুক্ত সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের পৈত্রিক সম্পত্তি এখনো বন্টন হয়নি। 

এই অবস্থায় অভিযুক্ত ব্যক্তি ওই জমি বিক্রির জন্য আবেদন করেছেন। অভিযোগ পর্যালোচনা করে রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে। সমস্যার সমাধাণ হলে রেজিস্ট্রি করা হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত