দেশের জাদুশিল্পীদের সংগঠন জাদুশিল্পী ঐক্য পরিষদ। তরুণ প্রজন্মের জাদুশিল্পী ও জাদুর উন্নয়নে কাজ করা ছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জাদুশিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করাই এ সংগঠনের লক্ষ্য বলে জানিয়েছেন সদস্যরা। সম্প্রতি সংগঠনটি তাদের নতুন কার্যকরী পরিষদ গঠন করেছে।
জাদুশিল্পী পরিষদের অস্থায়ী কার্যালয়ে নবীন ও প্রবীণ ৪০ জাদুশিল্পীর উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি হয়েছেন জাদুশিল্পী শাহীন শাহ্ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাদুশিল্পী বাসেদ মাহমুদ। ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি পরবর্তী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি শাহীন শাহ্ বলেন, ‘আমরা চেষ্টা করব জাদুশিল্পীদের অধিকার আদায়ে কাজ করার। বিনোদনের একটি গুরুত্বপূর্ণ পার্ট জাদু। এটিও একটি শিল্প। এ শিল্পের উন্নয়নে আমরা আগামী দিনগুলোতে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাব।’
জাদুশিল্পী ঐক্য পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি একে আজাদ, মোশারফ হোসেন ও নুর ইসলাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দিনার, মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাবা হক অনিক, সহ সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সাদাত মামুন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সামস, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জাদুরাজ বিপ্লব, সাস্থ্য বিষয়ক সম্পাদক আরিয়ান খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রেমা অনন্যা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক জুবরাজ, মহিলা ও শিশুকল্যাণ সম্পাদক তৃশাহ, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এস এ ওয়ালিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস আর বিজয়, মানবাধিকার সম্পাদক বৈরাগী সুজন, কর্ম সংস্থান সম্পাদক বিদেশ অধিকারী, কার্যনির্বাহী সদস্য আনোয়ার খান, আওয়াল ইসলাম অনিক, আলমগীর হোসেন, মোহন মিয়া, সোহাগ খান, ওয়াহিদুজ্জামান সামা।