রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ডিমলায় বন্যা দুর্গতদের মাঝে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৯ PM
নীলফামারীর ডিমলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশেনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খগা খড়িবাড়ী ও টেপা খড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
 
এ সময় শতাধিক পানিবন্দি নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিতে চিড়া, মুড়ি, গুড় শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা।  

বিতরনীতে উপস্থিত ছিলেন- ডিমলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক লিমন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও এলাকারসুধীজন উপস্থিত ছিলেন।

ডিমলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন সে ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি।  

মানুষের কষ্ট লাগব হওয়ার মতো নয়।  তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।  এখনো অনেক মানুষ আছেন, যারা পানিবন্দি, গত ১-২ দিন খাবার পাচ্ছেন না।  

তারা আরও বলেন, বন্যার পানি কমে যাওয়ার পরও মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের পাশে থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত