ছুটি ও বিভিন্ন আন্দোলনের কারণে গত ৩ মাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বন্ধ ছিল সকল পর্যায়ের পরীক্ষাসমূহ গ্রহণ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকল পর্যায়ের পরীক্ষাসমূহ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগ ও অফিসসমূহকে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
এরআগে রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট (জরুরী) সভায় পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর থেকে দীর্ঘ ৮৪ দিন বন্ধ থাকার সশরীরে ক্লাস শুরু হয়। এতে করে পুরোপুরি একাডেমি কার্যক্রমে ফিরছে বিশ্ববিদ্যালয়টি। যার ফলে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।