উদ্দেশ্য প্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদ, ভারতের সাথে বাংলাদেশের সকল আর্ন্তজাতিক নদীর ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে এক সমাবেশে রূপ নেয়।
এসময় শিক্ষার্থীদের হাতে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, তিস্তার পানি বল্টন চাই অন্যায় মেনে নেব না ভাই। ইত্যাদি লেখা সম্মিলিত প্লেকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তরা বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি দেয়না। আন্তর্জাতিক আইন আমান্য করে তারা কোনরূপ সর্তকতা ছাড়া বৃষ্টির সময় পানি ছেড়ে উত্তরবঙ্গকে ডুবিয়ে দেয়। আমরা উত্তরবঙ্গের মানুষ এতে মানবেতর জীবনযাপন করি। আমরা ত্রান চাই না। আমরা এর সঠিক সমাধান চাই। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি বল্টন চাই।