ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে ২০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেন থেকে পুলিশ তাকে আটক করে।
আটক ইব্রাহিম জেলার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রা-বিরতি দিলে স্টেশনে কর্তব্যরত পুলিশ প্রায় ২০ কেজি গাঁজাসহ ইব্রাহিমকে পুলিশ আটক করে। গাঁজাগুলো স্কুল ব্যাগ, কার্টুন ও হাত ব্যাগে ভরা ছিল।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার জানান, আমাদের কাছে খবর ছিল যাত্রীবেশে মাদক পাচারকারী গাঁজাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রা-বিরতি দিলে গাঁজাসহ মাদক পাচারকারীকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হই। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাবু/জেএম