রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পুলিশের বিদায়, কোয়ার্টার ফাইনালে রাসেল-আবাহনী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:২৮ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুলিশ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। লিগে দারুণ পজিশনে থাকলেও ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে দলটি। আজ শেখ রাসেলের বিপক্ষেও ১-০ গোলে হেরেছে তারা। 

সি গ্রুপে তিনটি দল। পুলিশ দুই ম্যাচে হারায় ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে। শেখ রাসেল ও আবাহনী এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দুই দলের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণের জন্য। শেখ রাসেল ও আবাহনীর সে ম্যাচ ২ মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশ প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। সেই গোলটি আত্মঘাতী ছিল। আজকে অবশ্য প্রতিপক্ষের দেওয়া গোলই হেরেছে পুলিশ। ৭৭ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন নিহাত জামান উচ্ছ্বাস। 

ফেডারেশন কাপে ১১টি দল তিন গ্রুপে খেলছে। এ ও বি গ্রুপে চার দল এবং সি গ্রুপে তিন দল। তিন গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল কোয়ার্টারে খেলবে। আজ ফেডারেশন কাপে একটি ম্যাচ ছিল। আগামী শুক্রবার আবার লিগের ম্যাচ। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত