শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শিবগঞ্জে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৯:৪৬ PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় ১ কেজি ৫৬৫ গ্রাম ভারতীয় হেরোইন, ১ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও ১টি মোটর সাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিকেল স্ক্যানার চেকপোস্ট এলাকায় ৫৯ বিজিবি এই অভিযান চালায়। আটক হওয়া যুবক উপজেলার কাগমারী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. শাহাদত হোসেন (২৩)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা সূত্রে বুধবার(১০জানুয়ারী) দুপুর ১২টা থেকে আড়াইটার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিকেল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনার কথা জানতে পারা যায়। এর পরিপ্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মো. সেলিম রেজার নেতৃত্বে একটি টহল দল সেখানে গাড়ি তল্লাশি চালায়। 

এসময় সোনামসজিদ হতে কানসাটগামী একটি মোটরসাইকেল তল্লাশিকালে মোটরসাইকেলের ক্যরিয়ারে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১ কেজি ৫৬৫ গ্রাম ভারতীয় হেরোইন, ১ হাজার ৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহাদত হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের এবং তাকে থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত