টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।
স্থানীয়দের ধারণা, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় অজ্ঞাত একটি গাড়ির থেকে নেমে রেললাইনে এলে ট্রেনে কাটা পড়েন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার শাহিন জানান, টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ নিয়ে যাবে এবং পরবর্তী ব্যবস্থা নেবে।