শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
গলাচিপায় ইয়াবা সহ আটক ১
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:১৬ PM
পটুয়াখালীর গলাচিপায় ১২০ পিস ইয়াবাসহ মামুন বেপারী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বার ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি ওই গ্রামের শামসুল বেপারীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলের দিকে  উত্তর চরবিশ্বাস গ্রাম থেকে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ও এএসআই সুধন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে  ইয়াবাসহ মামুন বেপারীকে গ্রেফতার করেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়েছে। মামুন বেপারী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে চর বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য কেনা-বেচা করত।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত