শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
গৌরনদীতে কম্বল বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১:৩৬ PM
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, রাজনীতি হচ্ছে মানুষের ও তাদের কল্যাণের জন্য। রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়।

আগুন বোমা নিক্ষেপ করে ও রেললাইন উপড়ে ফেলে ঘুমন্ত নিরীহ যাত্রীদের হত্যার করা মানবাধিকারের চরম লংঘন। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মতো অর্কাকর রাষ্ট্র বানাতে চায়। বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভালো মানের কম্বল বিতরনের সময় তিনি এ কথা বলেন। 

নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকালে কম্বল বিতরনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার।  

বরিশালের গৌরনদীতে ৪৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে শনিবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত