শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নান্দাইলে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআই নিহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ২:৫৬ PM
ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেল চালক নুর আহমেদ (৪৫) নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। নিহত নুর আহমেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি নান্দাইল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

শনিবার বেলা ১২ টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা এই দুর্ঘটনা ঘটে।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ এতথ্য নিশ্চিত করে জানান, এএসআই নুর আহমেদ থানা থেকে মোটরসাইকেল যোগে তার বিট এলাকা চর বেতাগৈর যাচ্ছিলেন। পথিমধ্যে কানুরামপুর ত্রিশাল সড়কের মোয়াজ্জেম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এএসআই নুর আহমেদ মারা যান। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়। চালক পালিয়ে গেছে। 

নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত