শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা প্রামাণ্য অনু্ষ্ঠান ধারন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ২:৫৭ PM
শ্রীমঙ্গল  উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ বেতারের  শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ধারন করা হয়েছে। এই প্রামাণ্য অনু্ষ্ঠানটি বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। 

অনুষ্ঠানে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মেয়েদের মাসিককালীন সচেতনতাসহ স্বাস্থ্য সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও ধারন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেবশ্রী দত্ত উপস্হিত ছিলেন।

অনুষ্ঠান সম্পর্কে সেলফোনে বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান বলেন, শিশু ও কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশের অধিক মানুষ পিছিয়ে থাকলে দেশ এগুবে না। তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে হচ্ছে ।

প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও সঞ্চালনা করেন বেতার উপস্থাপক সজীব দত্ত। অনু্ষ্ঠানে গর্ভবতী মা, অভিভাবক ও কিশোর-কিশোরী এবং শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত