নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত হলেন-লোহাগড়া থানার তেতুলবাড়ীয়া গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), মাকড়াইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে ওমর আলী (৩৫), একই গ্রামের মৃত আবুল কালাম ফকিরের ছেলে শামীম ফকির (৪৯), মৃত আনসার শিকদারের ছেলে ফেরদাউস শিকদার (২৮), আব্দুর রউফ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (৩২)। রবিবার (১৪ জানুয়ারি) রাতে লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এম সজীব আহমেদ, এএসআই শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলনের মুদি দোকানের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করে। এ সময় আসামীদের নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।