রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৫:২৮ PM
ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করল জেলা পুলিশ। উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে ঝালকাঠি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে যেসব মোবাইল ফোন সেট হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি হয়েছে, তার মধ্যে ১১টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। সাধারণত তৃতীয় পক্ষের মাধ্যমে ফোনসেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে শাহজাদি শারমিন নামের এক নারী জানান, গত ডিসেম্বর মাসে আমার ব্যবহৃত মোবাইল ফোন সেটটি হারিয়ে যায়। ফোনটি ফেরত পাবো এরকম আশা ছিলনা। এরপরও থানায় জিডি করেছি। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।

পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে মোবাইল ফোনসেট হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শেখ ইমরানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত