রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
একদিনে চাচা-ভাতিজার মৃত্যু, এলাকায় শোকের মাতম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৫:৫৫ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে একদিনে ১৩ ঘন্টার ব্যবধানে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী গ্রামে চাচা আলহাজ্ব আবুল হোসেন (৮০) সকাল ৮ টায় ও ভাতিজা খন্দকার হারুনুর রশিদ (৫০) রাত ৯ টায় মৃত্যু হয়। হারুন গোবিন্দাসী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় গোবিন্দাসী গ্রামের চাচা আলহাজ্ব আবুল হোসেন (৮০) এর মৃত্যু। চাচার মৃত্যুর খবর ভাতিজা হারুন খন্দকার তার ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে চাচা আলহাজ্ব আবুল হোসেনকে বাদ আসর গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করে।

পরে রাত ৮ টার দিকে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান খন্দকার হারুন। তার অবস্থা খারাপ দেখে আশ-পাশের লোকজন উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আলহাজ্ব আবুল হোসেন স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজন এবং খন্দকার হারুন মৃত্যুকালে মাতা, স্ত্রী, এক মেয়ে, ভাই বোন, আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে ওইখানেই তাকে দাফন করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত