সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:১৯ PM
লক্ষ্মীপুরের কমলনগরের শাকিবুল হাসান(১২) নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আবদুল কাইয়ুমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে সদরের দক্ষিণ তেমুহনী এলাকার উম্মুল কোরআন ইসলামী একাডেমীতে এ ঘটনা ঘটে। আহত ছাত্র ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং কমলনগরের হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরু বেপারী বাড়ীর কামরুল হাসান মিলনের ছেলে।

শনিবার সন্ধ্যায় আহত শিক্ষার্থীকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এর আগে শিক্ষার্থীর অনবরত বমি  ও তার শরীরে জ্বর দেখা দেয়।

এবং আহত শাকিবের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিত্র রয়েছে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত ছাত্রের চাচা মনোয়ার হোসেন মনু।

নির্যাতনের শিকার শাকিবুল হাসান জানান,বৃহস্পতিবার রাতে পড়া দিতে না পারায় আবদুল কাইয়ুম হুজুর আমাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।এতে আমি বেহুঁশ হয়ে পড়ি।হুঁশ আসার পরে মারধরের ঘটনা কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দেয় হুজুর। 

আহত ছাত্র আরো জানায়, আমার শরীরে যখন জ্বর আসে এবং একটু পর পর বমি শুরু হয় তখন বড় হুজুর আমার বাড়িতে খবর দেয়,পরে আমার মা এসে আমাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসে। এরপর তার মা তার শরীরের বিভিন্ন জায়গায় জখম দেখলে ঘটনার বিস্তারিত জানায় বলে সে আরো জানায়।

উম্মুল কোরআন ইসলামী একাডেমীর পরিচালক মাও: মুফতি নুরুল হুদা সালেহী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি মাদ্রাসায় ছিলামনা। আমাকে কেউ অবগত করেনি।পরবর্তীতে শাকিব অসুস্থ হলে ঘটনা জানতে পারি।এবং মাদ্রাসার সিসি ক্যামেরায় নির্যাতনের  ভিডিও ফুটেজ দেখে আমার চোখে পানি চলে আসে।

তিনি আরো বলেন,শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের কারণে ওই শিক্ষককে চর থাপ্পর দিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুদ্দিন আনোয়ার বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত