সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মুক্তাগাছায় গভীর নলকূপের পাশে অবৈধ নলকূপ স্থাপন, বোরো আবাদ ব্যহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:১৫ PM
ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিন ধরে চলে আসা একটি লাইসেন্সভুক্ত গভীর নলকূপের পাশে অবৈধভাবে আরেকটি গভীর নলকূপ স্থাপন করে জোরপূর্বক সেচ কার্য পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। এতে আগের গভীর নলকূপের চারপাশের জায়গায় দিয়ে ট্রেনের সুযোগ না দেওয়ায় সেচ কাজ ব্যহত হচ্ছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোগা ইউনিয়নের কাকিনাটি গ্রামে। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। পুরো স্কিমের বোরো আবাদ ব্যহত হচ্ছে। 

সরেজমিনে গিয়ে জানাযায়, ১৯৮০ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুক্তাগাছা উপজেলা কার্যালয় থেকে কাকিনাটি গ্রামের কৃষকরা শুষ্ক মৌশুমে বোরো চাষাবাদ করার জন্য ১নং কাকিনাটি কৃষক সমবায় সমিতির মাধ্যমে একটি গভীর নলকূপ স্থাপন করে। পরে নলকূপটি উপজেলা সেচ কমিটির লাইসেন্স প্রাপ্ত  হয়। নলকূপটি স্থাপনের পর দীর্ঘদিন এলাকার কৃষকরা মিলেমিশে চাষাবাদ করে আসছিল। 

২০২২ সালে নলকূপটির ফিল্টার নষ্ট হয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানি উঠা বন্ধ হয়ে যায়। প্রতিকারের আশায় উপজেলা সেচ কমিটির বরাবর আবেদন করলে উপজেলা সেচ কমিটি পূনঃখননের নির্দেশ দেন। সেচ কমিটির নির্দেশমতো ২০২৩ সালেই কাকিনাটি কৃষক সমবায় সমিতি নলকূপটি পুনঃখনন করে সেচ কার্য পরিচালনা করে।

কিন্তু কাকিনাটি এলাকায় ওই গভীর নলকূপের পাশেই (স্ক্যাচ ম্যাপের ভিতর) স্থানীয় বুলবুল সোহরাওয়ার্দীর নেতৃত্বে জোরপূর্বক আরো একটি গভীর নলকূপ স্থাপন করে। যা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ওই এলাকার বুলবুল সোহরাওয়ার্দীসহ আরও কয়েকজন মিলে ওই নলকূপের পাশেই (৬শ ফুটের মধ্যে) অবৈধভাবে একটি গভীর নলকূপ স্থাপন করে সেচ পরিচালনা করার চেষ্টা চালায়। এতে কাকিনাটি সমিতির আওতায় কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কাকিনাটি সমিতির নলকূপের ড্রেন ব্যবহার করছে এবং সেচের আওতায় কৃষকদের জমিতে পানি ঢুকিয়ে তাদেরকে সেচ বোরো চাষ করতে চাপ সৃষ্টি করছে। কিন্তু কৃষকরা চাষাবাদ করতে অনিহা প্রকাশ করে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

এরই মধ্যেই কাকিনাটি সমিতি কর্তৃপক্ষ অনুমোদনহীন নলকূপটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ করলে প্রশাসন থেকে ওই নলকূপের বিদ্যুৎ সংযোগের আবেদন খারিজ করে দেয়। তার পরও জেনারেটরের মাধ্যমে অবৈধভাবে সেচ কার্জ পরিচালনা করে যাচ্ছে। 

এ ব্যাপারে কাকিনাটি সমিতির ম্যানেজার আবু তাহের বলেন, আমাদের নলকূপের কাছে প্রতিবেশী বুলবুল সোহরাওয়ার্দীসহ আরও কয়েকজন মিলে অবৈধভাবে একটি গভীর নূলকূপ স্থাপন করে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

এ ব্যাপারে বুলবুল সোহরাওয়ার্দী বলেন, আমার পিতা মৃত আব্দুল কুদ্দুছ দীর্ঘদিন কাকিনাটি সমিতির নলকূপের ম্যানেজার ছিলেন। সেই নলকূপটি বন্ধ থাকায় গত বছর আমাদের জমি অনাবাদি ছিল। এ বছর আমাদের জায়গায় একটি গভীর নলকূপ স্থাপন করে ডিজেল চালিত জেনারেটর দিয়ে জমিতে বোরো চাষাবাদ করছি। অনুমোতির ব্যাপারে তিনি জানান, অনুমোতির জন্য সকল কাগজপত্র বিএডিসি অফিসে আবেদন করা হয়েছে।

মুক্তাগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ‘বিষয়টি সম্পর্কে ইউএনও স্যার জানেন। তিনি ছুটিতে আছেন।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত