ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরীর গেটে দায়িত্ব পালন অবস্থায় কাভার্ডভ্যান চাপায় সবুজ মিয়া (৫০) নামে এক গেট কিপারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জানুয়ারী) রাতে উপজেলার মামারিশপুর সিমকো স্পিনিং এন্ড টেক্সটাইল ফ্যাক্টরীতে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বর্তা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সবুজ মিয়া মামারিশপুর সিমকো স্পিনিং এন্ড টেক্সটাইল ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে গেটকিপার হিসেবে চাকরি করে আসছিলেন। শনিবার রাতের ডিউটি হিসেবে তিনি রাত ১০ টা থেকে দায়িত্ব পালন শুরু করেন। সোয়া ১০ টায় ফ্যাক্টরী থেকে একটি কাভার্ডভ্যান বের হওয়ার জন্য গেটের দিকে আসতে থাকলে তিনি গেট খুলতে যান এবং চালককে ইশারা দিয়ে জানান। কিন্তু চালক তার গেটকিপারের ইশারা না শুনে গাড়িটি বের হওয়া শুরু করলে সবুজ মিয়া ওই গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাতেই মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ফ্যাক্টরী কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফ্যাক্টরীর ডিজিএম জহুরুল ইসলাম জানান, গেটকিপার নিহতের ঘটনাটি একটি দুর্ঘটনা মাত্র। নিহতের পরিবারকে সার্বিক সহযোগীতা দেয়া হবে বলে তিনি জানান।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, নিহতের পরিবারের সাথে ফ্যাক্টরী কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।