শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক এক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৫:০৮ PM
ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের একজনকে আটক করেছে ভালুকায় মডেল থানা পুলিশ। 

রবিবার (২১-০১-২০২৪) তারিখ সকালে গফরগাঁও  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান সিসি টিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় পুলিশের একটি টিম আন্তজেলা চোর চক্রের এক সদস্য আমির হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমির হোসেন কুমিল্লা জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে। 

এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

গত ১০ই জানুয়ারি বাটাজোড় এলাকায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে। এর আগে ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফর্দাবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে দুলাল নামে আরো একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত