শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভালুকায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৫:০৯ PM
ময়মনসিংহের ভালুকায় ফ্রেশ এলপি গ্যাসের লরি গাড়ির চাপায় আজিজুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জানুয়ারী) রাতে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘাটাইলগামী ফ্রেশ এলপি গ্যাসের লরি গাড়ির (ঢাকা মেট্রো-ড-৬২-০৩৩৮) চাপায় ভরাডোবা বাসস্ট্রান্ডগামী মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী আজিজুল হক ঘটনাস্থলেই মারা যান। নিহত আজিজুল হক ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ গাড়িটি জব্দসহ চালক নরশিংদী জেলার মাদবদী থানার চরমাদবদী গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলী হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গাড়িটি জব্দ ও চালককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।   


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত