মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:০২ PM
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে তিন শো জন দুঃস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই ছানি অপারেশনের আয়োজন করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের বালিগ্রামে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ (১ শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুসাসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত