রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
শিবগঞ্জে পুলিশের বাড়িতে স্বর্ণ-টাকা চুরি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৮:৩০ PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজু আহমেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবাত দিবাগত রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা স্বর্ণ অলংকার, নগদ ৬০ হাজার টাকা ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।

তবে মোট কত টাকার আসবাবপত্র চুরি হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি বাড়ির মালিক পুলিশ সদস্য রাজু। রাজু আহমেদ উপজেলার হাজারবিঘী গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বর্তমানে বগুড়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

রাজু আহমেদ বলেন, ‘আমি চাকরির জন্য বগুড়াতেই থাকি। কিন্তু আমার মা গ্রামের বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার মা আমার কাছে বেড়াতে আসেন। এই সুযোগে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। তবে মোট কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে তা পরে জানানো হবে।’

রাজু আহমেদের মা রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে পুলিশে চাকরি করে। সেই সুবাদে বগুড়ায় থাকে। ছেলে অসুস্থ শুনে গত বৃহস্পিতার বগুড়ায় গিয়েছিলাম। আজ ভোরে খবর পাই আমার বাড়িতে চুরি হয়েছে। এসে দেখি তালা কেটে বাড়ির সব আসবাবপত্র নগদ ৬০ হাজার টাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোর। আমার জমানো শেষ সম্বল আর রইল না।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রাজুদের পারিবারিক ঝামেলা চলছিল। ঝামেলা থেকেই চুরির ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত