মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পাটুরিয়ায় ফেরি ডুবির ৬ দিন পর নিখোঁজ মাষ্টারের লাশ উদ্ধার
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:৫২ PM
পাটুরিয়া ঘাটের নিকটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার ইঞ্জিন মাষ্টার হুমায়ুন কবীরের লাশ অবশেষে ছয় দিন পর সোমবার বিকেলে উদ্ধার করা হয়েছে। 

পাটুরিয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর উপর ভাসমান অবস্থায় তার লাশটি পাওয়া যায়। খবর পেয়ে, ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল লাশ সনাক্ত করে লাশটি নিয়ে এসেছেন। 

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, হুমায়নের মরদেহ পাটুরয়া ঘাট থেকে ১০ কি.মি দূরে হরিরামপুরের বাহাদুরপুর এলাকা থেকে উদ্ধার  করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ফেরিটি পাটুরিয়া ঘাটের নিকটে ডুবে যায়। ফেরি ডুবে যাওয়ার ৬ষ্ঠ দিন পর্যন্ত মোট ৫টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে তিনটি উদ্ধারকারী জাহাজ রয়েছে ও একটি অত্যাধুনিক শনাক্তকারী জাহাজ ঝিনুক রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত