মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৩:৫৬ PM
খুলনার ডুমুরিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় আফতাব হোসেন গোলদার নামে(৮৫) বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত মনির উদ্দীন গোলদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চুকনগর খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বরাতিয়া জামে মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় চুকনগর এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতি সম্পন্ন প্রাইভেটকার তাকে স্বজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মহাসড়কের উপর ছিটকে পড়লে মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে ও একটি পা ভেঙে যায়।

আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত