বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের (বিএসআইএসসি) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি, ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাস।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস ফারহানা সারওয়ার। ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক খান, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট সিওডি, ঢাকা সেনানিবাস ও সভাপতি, পরিচালনা পর্ষদ, বিএসআইএসসি এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। বিএসআইএসসি এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম, পিএইচডি (অব:) উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক ভূমিকা রাখেন।
কলেজের শিক্ষার্থীদের বর্ণিল নাচ, গান ও নাটক ইত্যাদি উপভোগ শেষে প্রধান অতিথি উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, চারিত্রিক উন্নয়ন ও নান্দনিক উৎকর্ষের সমৃদ্ধি কামনা করেন ।