মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
সৈয়দপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১:২০ PM আপডেট: ২৫.০১.২০২৪ ৪:২৪ PM
নীলফামারীর সৈয়দপুরে সিনথিয়া ইসলাম ইলা (১৪) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত সিনথিয়া পৌর এলাকার নয়াটোলা এলাকার মৃত সাঈদ ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রাসেল পারভেজ।

পুলিশ জানায়, সিনথিয়ার বাবা মারা যাওয়ার তার মা রুবি পারভীন দ্বিতীয় বিবাহ করেন। সৎ বাবা ফারুক হোসেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মেয়ে সিনথিয়া ও পাঁচ বছরের সৎ ছেলেকে নিয়ে মা রুবি নয়াটোলা ডিআইবি রোড এলাকায় এক বাড়িতে ভাড়ায় থাকতেন। সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

সিনথিয়ার মা রুবী পারভীন জানান, সিনথিয়া বিকেল সাড়ে ৫ টার দিকে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর তিনি তার মেয়ে ও সৎ ছেলেকে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষন পর ছেলে কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে এসে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখেন সিনথিয়াকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ-উল ইসলাম।

এ ব্যাপারে মারুফ-উল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি (তদন্ত) এস এম রাসেল পারভেজ জানান, মৃত্যুর আসল কারণ জানতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত