বাগেরহাটের মোরেলগঞ্জে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার ২৫শে জানুয়ারি বেলা ১০টায় দি হাঙ্গার প্রোযেক্টের আয়োজনে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযুদ্ধা ডাঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, কমিউনিস্ট পার্টির নেতা মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির নেতা মাসুদ রেজা,বীর মুক্তিযুদ্ধা রুহুল আমিন ফকির,মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর মহিলা লীগের পারভিন আক্তার।
মোরেলগঞ্জ পিএফজি এর কো-অর্ডিনেটর ও বীর মুক্তিযুদ্ধা এম,কে আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রযেক্টের জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল,ইয়ূথ মবিলাইজেশন অফিসার মোস্তাহিদুল ইসলাম,ইউনিয়ন কো-অর্ডিনেটর মেহেদী হাসান,ও সাংবাদিক শেফালী আক্তার রাখি।