বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ PM আপডেট: ২৫.০১.২০২৪ ৬:১৬ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৪হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ জানুয়ারী) রামগড়ের দাতারামপাড়ার ৪টিইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

অভিযানে আপন১,২ ও মেঘনা১,২ নামে ৪টি ইটভাটার জব্দকৃত ৪হাজার ঘনফুট জ্বালানি কাঠ রামগড় রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে নিলামে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ নম্বর ধারা অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়। তাই নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, অবৈধভাবে ভাটাগুলোতে বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছিল। মোবাইল কোর্টের নির্দেশনা মোতাবেক ৪টি ইটভাটার মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত