সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
আখাউড়ায় দুই তরুণীর আত্মহত্যা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৬:৪৯ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে এক কলেজ শিক্ষার্থীসহ দুই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুই তরুণীর মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ইউনুস মিয়ার মেয়ে শারমীন আক্তার (১৭)। শারমীন আখাউড়া শহীদ স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

শারমীনের পিতা ইউনুস মিয়া জানায়, কয়েকদিন থেকে তার মেয়ে কলেজে যাচ্ছিল না। এ নিয়ে সকালে তার মা তাকে বকাঝকা করেন।এ কারণে মায়ের ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

অপরদিকে, পৌরশহরের বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া (১৪) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুফিয়ার মা শাহনাজ বেগমের দাবি তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: জহির উদ্দিন জানায়, দুই তরুণীর স্বজনরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আমরা প্রাথমীক ভাবে ধারনা করছি পারিবারিক কলহের জেরে দুই তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত