নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদকে রাকসা উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে সহকারী শিক্ষক ওয়ালিউল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আতাউর রহমান জার্জিস, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,সভাপতি রুহুল আমিন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আলী জিন্নাহ, মোস্তাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান তুহিনসহ আরো অনেকে। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রাকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ।