মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পি‌রোজপু‌রে যুবলীগ নেতার হাত পায়ের রগ কর্তন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৬:৩৭ PM
পিরোজপুরের ইন্দুরকানীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত পায়ের রগ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। রোববার রাত ৮টার সময় ইন্দুরকানী শহিদ শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সদর  থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখ (৩৫) কে গতকাল রাতে ৬/৭ জনের একটি দূর্বৃত্তের দল ধাওয়া করলে টোল সংলগ্ন বারেক হাওলাদারের বাড়ীতে দৌড়ে আশ্রায় নেয় । সেখানে দূর্বৃত্তরা ঐ বাাড়িতে তাকে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক ভাবে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।  

এ ব্যাপারে আহত মামুন শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ইন্দুরকানীতে বেড়াতে আসছিলাম। ইন্দুরকানী কলেজ মোড় থেকেই কয়েকজন যুবক আমাকে ফলো করতে ছিল। তখন আমি পিরোজপুরে রওনা হলে তারা আমাকে ধাওয়া করে। আমি আত্মরক্ষার জন্য টোল প্লাজা এক বাড়িতে আশ্রয় নেই। সেখানে তারা আমাকে ধরে ফেলে ও এলোপাতারি কুপিয়ে হাত পায়ে রগ কাটা সহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করেন।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পুর্বশত্রুতা জের ধরে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত