র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর প্রধান এম খুরশীদ হেসেন বলেছেন, বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। ইজতেমার নিরাপত্তায় র্যাবের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
ইজতেমার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় র্যাবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমাকে ঘিওে কোন নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, কোন স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র কওে কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পাওে সেদিকে র্যাব সতর্ক দৃষ্টি রাখছে। সকল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। বুধবার সকালে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র্যাবের কন্ট্রোল রুমে প্রেসব্রিফিং কালে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
খুরশীদ হোসেন বলেন, র্যাবের পোশাকে ও সাদা পোষাকে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছে। পাশাপাশি অনলাইন ব্যবহার কওে কেউ যেন কোন গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পাওে সেজন্য আমরা সাইবার নিরাপত্তার দিকেও নজরদারি করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন, চুরি ছিনতাই মাদক ও অজ্ঞান পার্টির কর্মকান্ড রোধে গভীর ভাবে নজরদারি করা হচ্ছে। কামার পাড়া, উত্তরার নর্থ টাওয়ার মীরের বাজার সহ সংশ্লিষ্ট সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তুরাগ নদীতে র্যাবের নৌ টহল, আকাশ পথে হেলিকপ্টার টহলসহ স্থলে, জলে ও আকাশপথ নিরাপদ রাখতে র্যাব কাজ করছে।