স্বরুপকাঠীর নিহত সাবেক চেয়ারম্যান শেখর কুমারের পরিবারের দায়িত্ব নিলেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ।
আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নিহত শেখর কুমার সিকাদারের শোকসভায় প্রধান অথিতির বক্তব্যে এমপি মহিউদ্দিন মহারাজ বলেন, শেখর কুমার সিকদার হত্যাকান্ডে কাউকেই ছাড় দেয়া হবে। আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। কেউ আইন হাতে তুলে নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবেন না। আজ থেকে নিহত শেখর কুমার সিকদারের পরিবারের দায়িত্ব আমি হাতে তুলে নিলাম।
তিনি আরও বলেন, শেখর কুমার হত্যাকান্ডে যারাই জড়িত থাকুক তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তাই আপনারা শান্ত এবং ধর্য্যশীলভাবে শেখর সিকদার হত্যার বিচার দাবী করবেন। কেউ বিচার দাবীর নামে বিশৃংখলা সৃষ্টি করবেন না। আইনকে নিজের গতিতে চলতে দিবেন। হত্যাকান্ডের সুষ্ঠ বিচার করতে তদন্তের জন্য সবাই আইনকে সহায়তা করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের কুড়িয়ানা বাজারে কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ শোক সভায় তিনি এসব কথা বলেন।
এমপি মহিউদ্দীন মহারাজ বলেন, কেবল এই নেছারাবাদ আটঘর কুড়িয়ানা ইউনিয়নই নয়, পিরোজপুর জেলায় কোন অপরাধী, হত্যাকারি, খুনিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকান্ড ঘটনা শোনার পরপরই আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ফোন করে অপরাধীদের ধরে আইনের আওয়াতায় এনে সুষ্ঠ বিচারারের জন্য বলে দিয়েছি।
তিনি আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সেবা করে যাব।
পরে এমপি মহিউদ্দীন মহারাজ নিহত শেখর কুমার সিকদারের সমাধিতে গিয়ে প্রার্থনা করেন। তার শোকসপ্তন্ত পরিবারের স্বজনদের সাথে দেখা করেন। এসময় তিনি সর্বদা তাদের পাশে থেকে খোঁজ খবর নিবেন বলে আশ্বস্ত করেন। একইসাথে এ হত্যাকান্ডে জড়িত সকলের সুষ্ঠ বিচার হবে বলে আশ্বস্ত করেন।