বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দিনেশ চন্দ্র মজুমদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জাইকা প্রতিনিধি মোঃ ইমরান আলী। এমেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষীরা অংশ গ্রহন করে। দুইদিন ব্যাপী এ মেলা আগামী কাল শেষ হবে।