শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
নাটোরে পরিবহনে চাঁদাবাজির সময় ২৫ চাঁদাবাজ আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৩ PM
নাটোর জেলার সিংড়া, সদর এবং লালপুর থানা এলাকায় ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছে র‌্যাব। অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জনকে আটক করা হয়। এ সময় চাঁদাবাজির নগদ টাকা ও রশিদ বই জব্দ করে র‌্যাব সদস্যরা।

৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত (সিপিসি-২ নাটোর ক্যাম্প) র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল এ অভিযানগুলি পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি, পণ্য পরিবহনের ট্রাক, বাস ও অন্যান্য পণ্যবাহী গাড়ি হতে নিয়মিত চাঁদা আদায় করে তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ বই ও চক্রের মূলহোতাসহ ২৫ সদস্যকে আটক করা হয়।

আটক চাঁদাবাজরা হলো, আশরাফুল ইসলাম স্বপন (চক্রের মূলহোতা) (৪৫), আনোয়ার হোসেন বাবু (৫০), মো আকরামুল ইসলাম (৩৮), মো. এরশাদুল (৪৮), মো. বাবুল খান (৪৭), মো. মনসুর রহমান (৩৭) মো. মোজাহার (৫৫), বারেক সর্দার (৫৫) মো. হাসান আলী (৫৬), মো. জিয়াদুল ইসলাম (৫৫), ফাইজুল ইসলাম (৩৫), মো. আরিফুল ইসলাম (৩০), আব্দুর রাজ্জাক (৪০), মো. বাবু প্রামানিক (৩৫),  মো. বেল্লাল হোসেন (৫৬), মো. রুপস আলী (৪১), মো. ফারুক (৩৬), মো. রানা (২৮), মো. শাহাজাহান আলী (৬২), মো. আব্দুল খালেক (৬৫), মো. আজাহার শেখ (৫২), মো. আফজাল হোসেন (৬০), মো. রাইজুল ইসলাম (৩৫), মো. রেজাউল করিম (৬২), মো. উজ্জল হোসেন (২৮)।

চাঁদাবাজ চক্রের আটক এই ২৫ সদস্যের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত