সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
উখিয়ায় মোটর সাইকেল সহ গ্রেপ্তার তিনজন
উখিয়া (কক্সবাজার ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৭ PM
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে  তিন লক্ষ চৌষট্টি হাজার ছয়শত ছয় টাকা মূল্যের ২১ টি চোরাই স্মার্টফোন ও ১টি সুজুকি মোটর সাইকেল সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ১০ ই ডিসেম্বর সকালে উখিয়া থানা পুলিশের এক ব্রিফিং এইসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সারকেল অফিসার মোঃ রাশেল পিপিএম। তিনি আরো জানান ২৫ ই জানুয়ারী রাত ১০ টার দিকে  দোকান বন্দ রেখে মালিকগণ চলে যান পরে ২৬ ই জানুয়ারী সকালে কোর্টবাজার শাহজাহান চৌধুরী বেলাল মার্কেট এ অবস্থিত ওয়ালটন প্লাজারের দোকানে চুরির ঘটনা ঘটে পরে দেখা যায়। ক্যাশে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যান। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে কামরুল হাসান প্রঃ নিজাম উদ্দিন (৩০), রাজাপালং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের হাজীরপাড়া এলাকার ফরিদ আলম, এর ছেলে  আব্দুল আজিজ প্রঃ বান্না (২৫),কক্সবাজারের রামু উপজেলার ৩ নং ওয়ার্ডের নন্দাখালী বড়পাড়া গ্রামের মোহাম্মদ কাসেম আলীর ছেলে জিয়াউল করিম প্রঃ ভুট্টো। 

উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান,আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই চুর সিন্ডিকেট কে দরতে সক্ষম হয়েছি তাদের থেকে চুরাইকৃত মালামাল ও একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করি তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াদিন রয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত