নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক কৃষকের গোয়াল ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর দীঘলকুর্শা বৈরাটি গ্রামে রাত আনুমানিক ৩.৩০ ঘটিকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় সূত্রে ।
অগ্নিকাণ্ডে কৃষক ইয়াসিন মিয়ার ১টি গরু, গোয়াল ঘর, বসত ঘরসহ তিন ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে । এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কৃষক ইয়াসিন মিয়া বলেন, আমি আগুনের লেলিহান শিখা যখন আমার গোয়াল ঘরে দাউ দাউ করে জ্বলছে তখন আশেপাশের মানুষের চিৎকার আমার ঘুম ভাঙ্গে, তখন রাত ৩টা। মধ্য রাতে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘর ও বসত ঘরে আগুন ঝলছে। পরে স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে সবাইকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
এতে আমার ১টি গরু, গোয়াল ঘর,বসত ঘরসহ তিন ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তিন লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সন্ধার দিকে গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য খড় দিয়ে ধোঁয়া ঝালানো হয়েছিল। সম্ভবত সেই ধোঁয়ার আগুন থেকেই এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অগ্নিকাণ্ডের ঘটনা শুনেই ঘটনা স্থলে যাই। কৃষকদের যে ক্ষতি হয়ে গেলো তা অপূরনীয় ও খুবই দুঃখজনক ।
কেন্দুয়া ফায়ার সার্ভিস অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের কাছে এ রকম কোন তথ্য আসে নাই।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো. রাজিব হোসেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর দীঘলকুর্শা বৈরাটি গ্রামের ইয়াসিন মিয়ার গোয়াল ঘরে আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে ক্ষয়ক্ষতির তালিকা দেওয়ার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।