খুলনার ডুমুরিয়া উপজেলায় লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার নতুন ৮ টি ডেইরি পিজি গঠনের কাজ সম্পন্ন হয়েছে।
কমপক্ষে ৫ টি করে দুধের গাভী আছে। কোন কোন সদস্যের ১০ এর অধিক গাভী আছে। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির এবং প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সায়রা গুলশান সরজমিনে খামারিদের বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই করেন।
এরা হলেন ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজা পুর গ্রামের জাহেদা খাতুন ৬টি গাভী, কুমার ঘাটা গ্রামের জয়া রাণী ৪গাভী ও সাহস গ্রামের রোকসানা বেগম ৬টি গাভী সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন ।