খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বুধবার সকালে জাঁকজমকপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মন্দিরে পুজা উদ্যাপন পরিষদের সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুজার আনুষ্ঠানিকতার সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, ইইই বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার হালদার, এমই বিভাগের প্রফেসর ড. দীপায়ন মন্ডল, পুজা উদ্যাপন পরিষদের সভাপতি ড. প্রতিক চন্দ্র বিশ্বাসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শ্রী শ্রী সরস্বতী পুজা উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা আনয়ন করা হয়।