মানিকগঞ্জে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাঙালির হৃদয়ের স্পন্দন ঋতুরাজ বসন্ত উৎসব পালন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কালেক্টরেট উদ্যানে বর্ষবরণ কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক রেহেনা আক্তার প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পৌরমেয়র মো. রমজান আলি প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ নেচে-গেয়ে মাতিয়ে তুলেন।
উৎসবের ফটোসেশনের সেলফি কর্নার, পিঠা উৎসব, চটপটি ফুচকা খাওয়ার ব্যতিক্রমী মেলা ও সংগীতানুষ্ঠানসহ বর্ণিল আয়োজন করা হয়।