সোনাগাজীতে চারটি পোল্ট্রি খামারের খাদ্য উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠানের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ ও ভোক্তাধিকার ও সংরক্ষণ ২০০৯ আইন মোতাবেক নবাবপুর ইউনিয়নের সুলতানপুর সুপ্রীম ফিড মিল এর আবদুর নুর এর ৫০ হাজার টাকা, নজির পুর শামীম পোল্ট্রির এনামুল হক এর ২০ হাজার, বক্তারমুন্সি ডাকবাংলা অজিবা পোল্ট্রি ফিড মাঈন উদ্দিন ২০ হাজার টাকা ও আরিফ পোল্ট্রি আরিফুল ইসলাম এর ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নেবু লাল দত্ত সহ উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের লোকজন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।