ইসলামিক বক্তা মাওলানা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের সদস্যরা উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
আজ বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন উনার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
মাওলানা লুৎফুর রহমানের বড় মেয়ের জামাতা আব্দুল্লাহ মাহমুদ বলেন, সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে মাওলানা লুৎফুর রহমান নোয়াখালী জেলার চাটখিলে একটি ‘ওয়াজ মাহফিলে’ যাচ্ছিলেন প্রাইভেট কারযোগে। কিছু পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ মাথা ব্যথা অনুভব হলে বাড়িতে চলে আসেন তিনি। বাড়ি থেকে সরাসরি তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা করে জানিয়েছেন, ছোটখাটো স্ট্রোক করেছেন। এজন্য আমরা তাৎক্ষণিক তাকে ঢাকা পাঠিয়েছি।
সদর হাসপাতালের (আরএমও) আনোয়ার হোসেন বলেন, অজ্ঞান অবস্থায় মাওলানা লুৎফুর রহমানকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে হাসপাতাল ভর্তি দিই। স্ট্রোকের লক্ষণ রয়েছে। এজন্য তার স্বজনরা তাকে ঢাকা নিয়ে গেছেন।